Saturday, May 4, 2024
কলকাতা

‘মদের দোকান খোলায় এতদিনের সব পরিশ্রম জলে গেল’, বললেন ক্ষুব্ধ হরভজন

মুম্বাই: দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল সোমবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। তৃতীয় দফার লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ছাড়ের মধ্যে রয়েছে মদের দোকানও। সোমবার মদের দোকানের সামনে লম্বা লাইন দেখে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

প্রায় ৪০ দিন পরে মদের দোকান খোলায় সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই দোকানের সামনে হাজার-হাজার মানুষের লাইন পড়ল। শুধু দেশের অনেক শহরেই দেখা গিয়েছে এই ছবি। করোনা আবহে যখন দেশের মানুষ মারা যাচ্ছে তখন দেশের বিভিন্ন প্রান্তে মদের দোকানের সামনে লম্বা লাইন দেখে ক্ষুব্ধ হরভজন সিং। এতে দেশের প্রভূত ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন।

টুইটে তিনি ক্ষোভ উগরে দেন। দেশের মানুষের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে বেজায় চটেছেন তিনি। টুইটে লিখেছেন, সবাই মিলে একসঙ্গে এভাবে মদের দোকানের সামনে ভিড় করায়, সকলের এতদিনের পরিশ্রম জলে গেল। এটা মোটেই ভালো হল না। সামাজিক দূরত্ব না মেনে এতলোক একসঙ্গে রাস্তায় বেরিয়ে পড়ার ফল খারাপ হবে। এটা অত্যন্ত দুঃখজনক।


উল্লেখ্য, গত সোমবার থেকে একাধিক শর্ত আরোপ করে দেশে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছিল, ক্রেতার মধ্যে কমপক্ষে দু’গজ বা ছ’ফুট দূরত্ব বজায় রাখতে। তবে সোমবার সেই চিত্র চোখেই দেখা না। দেশের বিভিন্ন শহরে মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইন দেখে চোখ মাথায় উঠেছে প্রশাসনের।