Saturday, May 18, 2024
দেশ

মদের দোকানের সামনে লাইন দেওয়া সুরাপ্রেমীদের রেশন বন্ধ করে দেওয়া হোক, দাবি নেটিজেনদের

কলকাতা: লকডাউনের তৃতীয় দফায় সোমবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে খুলেছে মদের দোকান। এরপর থেকে দেশের বিভিন্ন শহরে দেখা গিয়েছে সুরাপ্রেমীদের বিরাট বড় লাইন। কোথাও কোথাও সেই লাইন হয়েছে ১ কিলোমিটারেরও বেশি। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখানো সুরাপ্রেমীদের সেই দীর্ঘ লাইন সামলাতে লাঠি চার্জও করতে হয়েছে পুলিশকে।

একদিকে দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা তখন সামাজিক দূরত্ব না মেনে সুরাপ্রেমীদের এই দীর্ঘ সংক্রমণের ঝুকি আরও বাড়িয়ে দিচ্ছে। সুরাপ্রেমীদের এই উৎসাহ দেখে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়ায় নেটিজেনরা জানিয়েছেন, এক দিকে প্রাণসংশয়, অন্য দিকে সুরাপ্রেমীদের মদ কেনার জন্য দীর্ঘ লাইন। নেটিজেনদের একাংশের দাবি, যারা মদ কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তাদের বিনামূল্যে রেশন বন্ধ করে দিক সরকার।

নেটিজেনদের একাংশের দাবি, করোনা পরিস্থিতেও যারা বর্ধিত দামে মদ কিনতে পারেন তাঁরা চাল, ডাল, আলু কেনারও ক্ষমতা রাখেন। তাদের বিনামূল্যে রেশন দেওয়ার দরকার নেই। অনেকে আবার মজা করে বলছেন, করোনায় বিধ্বস্ত দেশের অর্থনীতিকে চাঙ্গা করার দায়িত্ব নিয়েছেন মদ্যপায়ীরাই। তাদের সম্মান করুন!

উল্লেখ্য, মঙ্গলবার থেকে দিল্লিতে মদের দাম ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। দিল্লির কেজরিওয়াল সরকার সোমবার রাতেই এই ঘোষণা করেছে। অতিরিক্ত এই মাসুলকে বলা হচ্ছে ‘স্পেশ্যাল করোনা ফি’। ৭০ শতাংশ দাম বৃদ্ধির ফলে, যে মদের এমআরপি রয়েছে ১,০০০ টাকা, দিল্লিতে সেই মদ কিনতে সুরাপ্রেমীদের গুনতে হবে এক হাজার ৭০০ টাকা। প্রসঙ্গত, শুধু রাজধানী দিল্লি নয়, পশ্চিমবঙ্গে মদের দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত ট্যাক্স বসানো হয়েছে।

তবে দামের দিকে ভ্রুক্ষেপ নেই সুরাপ্রেমীদের। মদের দোকান খুলেছে এতেই খুশি তারা। সুরাপ্রেমীদের অনেকেই বলছেন, দাম বেড়েছে তাতে কি? ধরে নিন করোনা ট্যাক্স।

তবে এটা মানতে হবে দীর্ঘ লকডাউনের জেরে দুর্বল হচ্ছে দেশের তথা রাজ্যের কোষাগার। মদের দামে ট্যাক্স বসিয়ে টাকা উসুল করতে চাইছে সরকার। রবিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, এপ্রিল ২০১৯-এ সরকারের রোজগার ছিল তিন হাজার ৫০০ কোটি টাকা। সেখানে ২০২০-র এপ্রিলে রোজগার দাঁড়িয়েছে মাত্র ৩০০ কোটি টাকা।