Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

‘করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছি আমরা’, বিশ্বকে স্বস্তি দিয়ে দাবি করল ইজরায়েল

জেরুসালেম: গোটা বিশ্বেই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখনও করোনার টিকা কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয়নি।বিশ্বের প্রতিটি দেশের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য দিন-রাত গবেষণা করে চলেছেন। এই পরিস্থিতিতে গোটা বিশ্বকে স্বস্তির খবর শুনিয়ে ইসরায়েলের গবেষণাগার ইনস্টিটিউট ফর বায়োলজিকাল রিসার্চ (IIBR) দাবি করেছে, তারা ‘মনোক্লোনাল নিউট্রালাইজিং এন্টিবডি’ আবিষ্কার করেছে। ইসরায়েয়েল বিজ্ঞানীরা জানিয়েছে, এই অ্যান্টিবডি করোনাভাইরাসকে ধ্বংস করে দিতে সক্ষম।

সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট (Naftali Bennett) এক বিবৃতিতে জানায়, আইআইবিআর করোনার অ্যান্টিবডি বা প্যাসিভ ভ্যাকসিন বিকাশের পর্ব শেষ করেছে। এই মনোক্লোনাল নিউট্রালাইজিং এন্টিবডি করোনা রোগীদের দেহের অভ্যন্তরে ভাইরাসকে ধ্বংস করে দিতে পারে।

আইআইবিআর করোনর চিকিৎসা এবং ভ্যাকসিন তৈরির জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসের ভেতরে অত্যন্ত সন্তর্পনে করোনা প্রতিষেধকের তৈরির কাজ করেছে আইআইবিআর। প্রতিরক্ষামন্ত্রী বেনেট জানান, মনোক্লোনাল এন্টিবডি  সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে। ফলে করোনা চিকিৎসায় এই মনোক্লোনাল নিউট্রালাইজিং এন্টিবডি দারুণ কার্যকরী হবে।


আইআইবিআর-এর পরিচালক শ্যামুয়েল শাপি বলেন, অ্যান্টিবডির এই নয়া আবিষ্কৃত ফর্মুলাটির সূত্র এখন পেটেন্ট করা হচ্ছে। এরপরে কোন একটা আন্তর্জাতিক নির্মাতাকে ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দেয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী বেনেট বলেন, আমি এই আইআইবিআর-এর কর্মীদের জন্য গর্বিত, যারা একটি বড় অগ্রগতি অর্জন করেছে। ইহুদিদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা এই আশ্চর্যজনক অর্জনটি সম্ভব হয়েছে।