Saturday, May 4, 2024
বিনোদন

সোনু সুদকে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি জানাল নেটিজেনরা

মুম্বাই: করোনার দাপট সারা বিশ্বজুড়েই অব্যাহত। সংক্রমণ রুখতে সরকার দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। টানা লকডাউনের জেরে সবচেয়ে বেশি বেকাদায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বাড়ি ফিরতে পথে নেমেছেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

এখনও অবধি ১২ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু সুদ। ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য নিজস্ব হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন তিনি। তবে শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই থেমে থাকেননি সোনু সুদ। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনীয় PPE কিট, খাবার, জলেরও ব্যবস্থা করেন তিনি। এমনকি নিজের বিলাসবহুল হোটেলও কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তুলেছেন তিনি।

গোটা দেশ তাঁকে কুর্নিশ জানিয়েছে। তাঁর কাজে মুগ্ধ হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও প্রশংসা করেছেন। এবার সোনু সুদের কাজে মুগ্ধ হয়ে নেটিজেনরা তাঁকে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি তুলেছেন।

নেটিজেনদের দাবি ‘ভারত রত্ন’ সোনু সুদের প্রাপ্য। একজন লিখেছেন, আমরা চাই ভারত সরকার সাধারণ মানুষের জন্য করা সোনু সুদের এই কাজের স্বীকৃতি দিক। ভারত রত্ন সোনু সুদের প্রাপ্য।

আরেকজন সোনু সুদকে নেতা আখ্যা দিয়ে লিখেছেন, কেরল থেকে ১৭০ জন মহিলা শ্রমিককে বিশেষ বিমানের ব্যবস্থা করে ওডিশার বাড়ি ফিরিয়েছেন। তাই সোনু সুদকে ভারত রত্ন দেওয়া হোক।

একজন নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে ট্যাগ করে লিখেছেন, ‘কঠিন সময়ে একা হাতে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, তিনিই বাস্তবের নায়ক। তাই ভারত রত্ন ওঁনার প্রাপ্য।

উল্লেখ্য, সোনু সুদ জানিয়েছেন, যতক্ষণ না দেশের সমস্ত শ্রমিক নিরাপদে নিজেদের বাড়ি পৌঁছবেন, ততক্ষণ পর্যন্ত তিনি সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন।