Saturday, May 18, 2024
বিনোদন

দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ১০ হাজার স্যানিটারি প্যাড বিলি করছেন ‘প্যাডম্যান’ অক্ষয় কুমার

মুম্বাই: মহামারি করোনার প্রকোপে দিশেহারা গোটা বিশ্ব। ভারতেও ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ১৪০ জন। মৃতের সংখ্যা ৪,৯৭৫ জন। করোনা মোকাবিলায় তারকারা এগিয়ে এসেছেন। প্রত্যেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণে ব্যস্ত। কিন্তু এই কঠিন সময়ে নারীর ঋতুস্রাবের বিষয়টি নজর এড়িয়ে যাচ্ছে অনেকের।

বিশেষ করে সুবিধাবঞ্চিত দুঃস্থ নারীদের কথা ভেবে সুপারস্টার অক্ষয় কুমার ১০ হাজার স্যানিটারি প্যাড বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন। অক্ষয়ের কথায়, করোনা তো ঋতুস্রাব থামায়নি। গত ২৮ মে মেন্সট্রয়াল হাইজিন ডে থেকেই দিনমজুর নারীদের স্যানিটারি প্যাড সরবরাহের জন্য নিজের সহায়তা ও প্রচার শুরু করেছেন অক্ষয় কুমার।

টুইটারে অক্ষয় কুমার ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে সুবিধাবঞ্চিত নারীকে স্যানিটারি প্যাড সরবরাহের আহ্বান জানিয়েছেন। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা ‘সমর্পন’-এর সঙ্গে হাত মিলিয়ে মুম্বাইয়ে দুঃস্থ মহিলাদের মাঝে ১০ হাজার স্যানিটারি প্যাড বিলি করবেন বলিউড খিলাড়ি।

টুইটে অক্ষয় কুমার লিখেছেন, আপনাদের সকলের সমর্থনের প্রয়োজন। করোনা কালীন সময়ে পিরিয়ড থেমে থাকে না, দুঃস্থ মহিলাদের প্যাড জোগানোর ব্যাপারে সাহায্য করুন। এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


স্বেচ্ছাসেবী সংস্থা ‘সমর্পন’-এর প্রতিষ্ঠাতা ড. রুমা ভার্গব জানিয়েছেন, ক্রয় ক্ষমতার অভাব, পর্যাপ্ত সরবরাহ, পিরিয়ড সম্পর্কে সচেতনতার অভাবে ভারতে মাত্র ৪২ শতাংশ মহিলা প্যাড ব্যবহার করেন।