Saturday, May 18, 2024
দেশ

ভারত- ইন্ডিয়া দুটো নাম নয়, দেশের নাম হোক ভারত কিংবা হিন্দুস্তান, সুপ্রিম কোর্টে শুনানি ২ জুন

নয়াদিল্লি: পৃথিবীতে খুব কমই দেশ আছে, যাদের দুটো নাম রয়েছে। যেমন- আমাদের দেশের নাম ভারত বা ইন্ডিয়া। মিশরের ইংরেজি নাম ইজিপ্ট, ইংল্যান্ডের আরেক নাম ব্রিটেন। সাধারণভাবে আমাদের দেশের নাম বাংলায় ভারত, ইংরেজিতে ইন্ডিয়া। তবে সেই নাম নিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে। সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে, ভারত ও ইন্ডিয়া নয়, এখন থেকে দেশের নাম হোক ভারত বা হিন্দুস্তান- দুটোর যে কোনও একটা।

মামলার আবেদনে দাবি করা হয়েছে, দেশের একটা নাম থাকলে মানুষের মধ্যে জাতীয়তাবোধ বাড়াবে। এমনকি ভারতীয় হিসাবে গর্ববোধ হবে দেশবাসীর। এবিষয়ে কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে দেশের শীর্ষ আদালত।

জানা গিয়েছে, আগামী ২ জুন সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি ঘোষণা করবে। দাবি উঠেছে- সংবিধান সংশোধন করে দেশের নাম ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’ করার। ২ জুন, মঙ্গলবারের পর সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের নাম হতে পারে একটি। এক্ষেত্রে ভারত নামটিই এগিয়ে রয়েছে। হিন্দুস্তানের থেকে ভারত নামটির পাল্লা ভারি বলে খবর।

মামলাকারীর দাবি, ভারতবর্ষের পরিবর্তে ভারত শব্দটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা লড়াই করা স্বাধীনতার ন্যায্যতা প্রমাণ করবে। ভারত নামটির মধ্যে লুকিয়ে রয়েছে নস্টালজিয়া। ভারত নামটির মধ্যে দিয়ে বহু পুরনো ইতিহাস সকলের সামনে আসবে। জেগে উঠবে জাতীয়তাবোধ।

পাশাপাশি, খসড়া সংবিধানের প্রথম অনুচ্ছেদে ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কের কথা তোলা হয়েছে মামলার আবেদনে। বলা হয়েছে, সেই সময়েই ভারত বা হিন্দুস্তান নামকরণের দাবি উঠেছিল। আবেদনে বলা হয়েছে, এখন সময় এসেছে আসল এবং প্রামাণিক নাম দ্বারা ভারতকে স্বীকৃতি দেওয়ার।

কথিত আছে, চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে এই দেশের নামকরণ করা হয়েছিল। আর ইংরেজিতে ইন্ডিয়া নামের উৎস, প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দাস বা ইন্দোই অর্থাৎ সিন্ধু অববাহিকার অধিবাসী বলতেন।