২৪ ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের হোস্টেল খালি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। অভিযোগ, সিনিয়ররাই র্যাগিং করে খুন করেছে ওই ছাত্রকে। এবার এই ইস্যুতে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হোস্টেলের প্রাক্তনীদের ঘরখালি করার নির্দেশ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের হোস্টেল ছাড়া করতে হবে।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছিল প্রাক্তন ছাত্ররা হোস্টেলে থাকছে কিভাবে? এই ইস্যুতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রাক্তনীদের ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।