Thursday, December 12, 2024
দেশ

এবার দেশের নাম ইন্ডিয়া নয়, ভারত করার পরিকল্পনা মোদী সরকারের, বিশেষ অধিবেশনে বিল আনছে কেন্দ্র?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। মনে করা হচ্ছে, এই ৫ দিনে বেশ কয়েকটি বিল পাশ করতে চলেছে মোদী সরকার। এর মধ্যে রয়েছে ‘এক দেশ এক নির্বাচন’, ইন্ডিয়ার বদলে দেশের নাম ভারত করা। 

সূত্রের খবর, মোদী সরকার সংসদের বিশেষ এই অধিবেশনে দেশের নাম ইন্ডিয়া বদলে ভারত করে দিতে পারে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে কেন্দ্র।

ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে জি-২০ বৈঠকের আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। এরপরেই জোর জল্পনা শুরু হয়েছে। 

এই জল্পনার পেছনে একাধিক কারণ রয়েছে। সবথেকে বড় কারণ হতে পারে আরএসএস নেতৃত্ব ভারত নামের পক্ষে। আর বিজেপি বরাবরই সঙ্ঘের মতাদর্শ মেনে চলে। সঙ্ঘ দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করার পক্ষপাতী। আরএসএস প্রধান মোহন ভাগবত গত সপ্তাহেই বলেছেন, ‘যে ভাষাতেই হোক না কেন আমাদের দেশের নাম ভারতই।’