Tuesday, May 14, 2024
আন্তর্জাতিক

ভারত সীমান্তে যাওয়ার আগে প্রাণভয়ে কান্নাকাটি করছে চিনা সেনা, দেখুন ভাইরাল ভিডিও

তাইপে: ভারত-চিনের মধ্যে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত। এর মধ্যেই গত ২০ সেপ্টেম্বর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পিপল লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা কাঁদতে কাঁদতে সীমান্তের দিকে রওনা হচ্ছেন। ‘তাইওয়ান নিউজ’ এই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, চিনা সৈন্যরা রীতিমত হাউহাউ করে কাঁদতে কাঁদতে চিন-ভারত সীমান্তে পাহারা দিতে যাচ্ছে।

পাকিস্তানি কৌতুক অভিনেতা জায়েদ হামিদ ভিডিওটি আপলোড করেন। ভিডিওর ক্যাপশনে জায়েদ হামিদ (Zaid Hamid) লিখেছেন, ভারতীয় সেনাদের মোকাবিলা করতে এদের লাদাখ সীমান্তে বদলি করা হয়েছে। চিনের ‘এক সন্তানই যথেষ্ট’ নীতির বিরূপ প্রভাবে সেনা রিক্রুট করায় সমস্যা দেখা দিয়েছে। তাই কম বয়সীদের সৈন্য বানাতে হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু চিনের। তা সত্ত্বেও হামিদ দেশটির অপক্ব ছেলেদের পিএলএর সদস্য বানানো নিয়ে মশকরা করে বলেন, আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চিন। সাহস রাখো।


ভিডিওটিতে দেখা যায়, তরুণ চিনা সেনারা একটি বাসের ভিতরে। একটি বিখ্যাত চিনা সামরিক গান ‘গ্রিন ফ্লাওয়ার ইন দ্য আর্মি’ চলছিল। সেনারা কান্নাকাটি করছিল এবং তাদের যথেষ্ট সংবেদনশীল লাগছিল। বাসের ভিতরে বসা কম বয়সী পিএলএ সেনারা হাউহাউ করে কাঁদছে।

এদিকে চিনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের দাবি, তাইওয়ান ইচ্ছে করে চিনা সেনাদের একটি আবেগপূর্ণ ভিডিও নিয়ে মিথ্যে প্রচার করছে। ওই সেনারা সামরিক গান গাইতে গাইতে তাদের বাবা মা, পরিবারের লোকদের বিদায় জানাচ্ছিল। তাইওয়ানের সংবাদমাধ্যম মিথ্যে প্রচার করছে। ভারতীয় সেনার ভয়ে মোটেও কান্নাকাটি করেনি ওই তরুণ সেনারা।