Sunday, April 28, 2024
দেশ

‘লাভ জিহাদ’ রুখতে নতুন আইন আনছে গুজরাট সরকার

গান্ধীনগর: সমাজবিরোধী কার্যকলাপ রুখতে বেনজির পদক্ষেপ নিল গুজরাট সরকার। গুন্ডা দমনে আনা হচ্ছে নতুন আইন। সেই আইনে নতুন করে গুন্ডামির সংজ্ঞা দেওয়া হয়েছে, নতুন শাস্তির বিধানও দেওয়া হয়েছে। নয়া সেই আইনে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হয়েছে একাধিক কার্যকলাপকে। যার মধ্যে রয়েছে লাভ জিহাদ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই গুজরাট বিধানসভায় এই নতুন গুন্ডামি এবং সমাজবিরোধী কার্যকলাপ (প্রতিরোধ) বিল পাশ হয়েছে। রাজ্যপাল আচার্য দেব ব্রত সই করলেই বিলটি আইনে পরিণত হবে।

বিলটি আইনে পরিণত হলে ৩০ দিন অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে পুলিশ। শুধু তাই নয়, চার্জশিট পেশ করতে ৯০ দিন সময় পাবে পুলিশ। সেই সঙ্গে এই ধরনের অপরাধে জড়িতদের শাস্তির পরিমাণ রাখা হচ্ছে ১০ বছর টাকা। জরিমানা করা হতে পারে ৫০ হাজার টাকা।

এদিকে বুধবার বিলটি বিধানসভায় পেশ হওয়ার পর তীব্র আপত্তি জানায় কংগ্রেস। তাঁদের অভিযোগ, এই বিলের অপব্যবহার করে ইচ্ছামতো যে কাউকে গ্রেফতার করে দিনের পর দিন হেফাজতে নিতে পারবে পুলিশ। লাভ জিহাদকে এই আইনের অন্তর্ভুক্ত করা নিয়েও আপত্তি জানিয়েছে কংগ্রেস।