দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফায়েল ওড়াবেন শিবাঙ্গী সিংহ
বারাণসী: দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল যুদ্ধবিমান ওড়াবেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিংহ। ২০১৭ সালে বায়ুসেনায় যোগ দেন বারাণসীর মেয়ে শিবাঙ্গী। এতদিন দেশের সবচেয়ে পুরনো যুদ্ধবিমান মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ওড়াতেন তিনি। আগামী দিনে দেশের সর্বাধুনিক সংযোজন রাফায়েল পরিচালনার দায়িত্ব নেবেন তিনি।
বর্তমানে রাফায়েল ওড়ানোর প্রশিক্ষণ চলছে শিবাঙ্গীর। প্রশিক্ষণ শেষে রাফায়েল ওড়ানোর জন্য ১৭ নম্বর গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে যোগ দেবেন তিনি।

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন শিবাঙ্গী। বারাণসীতে স্কুল শেষ করে ঐতিহ্যবাহী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়তে ভর্তি হন তিনি। সেখানে তিনি ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনের যুক্ত ছিলেন। এরপর ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনাতে যোগ দেন তিনি।
এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় মোট ১০ জন মহিলা ফাইটার পাইলট রয়েছেন। শিবাঙ্গী তাঁদের মধ্যে প্রথম যিনি রাফায়েল ওড়াবেন। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গেও মিগ উড়িয়েছেন শিবাঙ্গী।


