Saturday, May 4, 2024
রাজ্য​

বারবার অসুস্থতার অজুহাতে আদালতে জামিনের আবেদন, ঘটনার বেজায় ক্ষুব্ধ বিচারক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন অনুব্রত মন্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেতে মরিয়া বীরভূমের বাঘ। যদিও তা মানতে নারাজ আদালত। অসুস্থতার অজুহাতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি অব্যাহত আদালতে। বুধবারও অনুব্রত অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন। যা নিয়ে এদিন প্রবল অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে আদালত।

অনুব্রতর আইনজীবী মুদিত জৈন জানান, হার্ট ডিসিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওবেসিটি, হাইপারটেনশন, সিওপিডি, ফ্যাটি লিভার, সাইনাস, স্লিপ অ্যাপনিয়া, ফিসচুলার মত অসংখ্য রোগে ভুগছেন তার মক্কেল। তাঅএ প্রায়ই অক্সিজেন দিতে হয়। যদিও এসব মানতে নারাজ আদালত।

বুধবারও অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। বিচারক রঘুবীর সিং সাফ জানিয়ে দেন, ‘স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে বারবার জামিন চেয়ে আদালতের উপরে চাপ তৈরি করা যাবে না।’