Tuesday, April 23, 2024
দেশ

অশান্তি পাকানোর চেষ্টা করলেই নিষিদ্ধ করা হবে RSS: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকে নির্বাচনী প্রতিশ্রুতিতে কংগ্রেস আগেই বলেছিল বজরং দলকে নিষিদ্ধের কথা। যা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে মুখ খোলেন। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক।

নবগঠিত কর্নাটক মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন প্রিয়ঙ্ক। তাঁকে প্রশ্ন করা হয় কর্ণাটকে কংগ্রেস কি RSS-কে নিষিদ্ধ করবে? জবাবে তিনি বলেন, ‘ধর্মীয়, রাজনৈতিক হোক বা সামাজিক, যে সংগঠন অশান্তি বাধানোর চেষ্টা করবে এবং সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে, রাজ্য সরকার তাদের ছেড়ে কথা বলবে না। আইনানুগ ও সাংবিধানিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সে বজরং দল, PFI বা অন্য যেকোনো সংগঠনই হোক না কেন।’


তিনি আরও বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলার ক্ষেত্রে ঝুঁকির হয়ে দাঁড়ালে আমরা যে কোনও সংগঠনকে নিষিদ্ধ করবো।’