Saturday, May 4, 2024
রাজ্য​

‘বিভিন্ন প্রকল্পের জন্য মমতাকে ভারতরত্ন দেওয়া হোক’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি জানালেন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। খাতা কলমে তিনি এখনো বিজেপির বিধায়ক হলেও বর্তমানে তিনি বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি।  তিনি দাবি করেন, জনমুখী বিভিন্ন প্রকল্প ও কেন্দ্র বিরোধী লড়াইয়ের জন্য দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়া হোক।

শনিবার সেই বিশ্বজিৎ গোপালনগর জনসভা করা হয় তৃণমূলের তরফে। সেই সভায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যকে। তার পরেও বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মমতার ভারতরত্ন প্রাপ্য।’

বিশ্বজিৎ দাসে দাবি, ‘বিভিন্ন জনমুখী প্রকল্প দিয়ে রাজ্যবাসীকে সাহায্য করার জন্য জন্য মমতাকে ভারতরত্ন দিতে হবে। এই মঞ্চ থেকে আমি দাবি জানাচ্ছি। দেশের মধ্যে আর কোনও রাজ্য নেই যারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র।’