Saturday, May 18, 2024
দেশ

মমতা, যোগী নাকি কেজরিওয়াল? দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? কি বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? সম্প্রতি মুড অফ দ্য নেশনের সমীক্ষায় সেই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা গিয়েছে, জনপ্রিয় মুখ্যমন্ত্রীর দৌঁড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাকিদের থেকে এগিয়ে রয়েছেন।

মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী, ৩৯.১ শতাংশ দেশবাসী যোগী আদিত্যনাথকে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন। দ্বিতীয় জনপ্রিয় হিসেবে উঠে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। তাকে জনপ্রিয় হিসেবে বেছে নিয়েছেন ১৬ শতাংশ মানুষ। ৭.৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়া টুডে এবং সি ভোটাররা রাজ্য সরকারের পারফরম্যান্সের পাবলিক রেটিং জানতে মুড অফ দ্য নেশন সমীক্ষা পরিচালনা করেছে। এই সমীক্ষায় দেশের বিভিন্ন রাজ্যে সেরা পারফরম্যান্সকারী মুখ্যমন্ত্রী এবং শাসনের গুণমান সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হয়েছিল।

সমীক্ষাটি দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর জন্য পরিচালিত হয়েছিল। যোগী আদিত্যনাথের পক্ষে ৩৯.১ শতাংশ লোক ভোট দিয়েছেন। সমীক্ষা অনুসারে, যোগীর জনপ্রিয়তা বাড়ছে। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা গত বছরের তুলনায় কমেছে ৬ শতাংশ। একইভাবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা গত বছরের তুলনায় প্রায় এক শতাংশ কমেছে।