Tuesday, May 14, 2024
রাজ্য​

স্কুল সংস্কারের জন্য রাজ্যকে ২৪২ কোটি টাকা দিল কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার স্কুলের পরিকাঠামো সংস্কারের জন্য ২৪২ কোটি টাকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই রাজ্যের স্কুলগুলির সংস্কারের জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। তারপরেই অনুমোদন পেল রাজ্য। মূলত ১৯৪৫ সালের আগে তৈরি হওয়া স্কুলগুলির পরিকাঠামো সংস্কারের জন্য এই টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।

নবান্ন সূত্রে খবর, ১৯৪৫ সালের আগে তৈরি হওয়া বেশ কয়েকটি স্কুলের সংস্কারের প্রয়োজন। রাজ্যে এই ধরনের মোট স্কুলের সংখ্যা প্রায় ২০০০টি। জানা গেছে, কেন্দ্রের পাঠানো এই টাকার মধ্যে ৪০ শতাংশ খরচ করবে রাজ্য এবং বাকি ৬০ শতাংশ খরচ করবে কেন্দ্র।

প্রসঙ্গত, আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্পের জন্য কেন্দ্রের পাঠানো টাকা তছরুপের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যেই কেন্দ্রীয় অনুমোদন পেল রাজ্য সরকার।।