Saturday, May 4, 2024
দেশ

ভারতের ম্যাপ থেকে কাশ্মীরকে বাদ দিল BBC

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের ম্যাপ থেকে কাশ্মীরকে বাদ দিয়ে দিল বিবিসি। বিবিসির অফিশিয়াল ওয়েবসাইটে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কাশ্মীরকে ভারতের বাইরে দেখানো হয়েছে বিবিসির মানচিত্রে।

উল্লেখ্য, সম্প্রতি ২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে বিবিসি। যা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত সরকারের অভিযোগ বিবিসির এই তথ্যচিত্র নির্মাণের পিছনে নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে।

বিবিসি ডকুমেন্টারি ইস্যুতে কেরলের রাজ্যপাল মহম্মদ আরিফ প্রশ্ন তুলেছেন, ‘বিবিসি ভারতে ব্রিটিশদের শাসন-শোষণ, নিপীড়ন নিয়ে কোনও ডকুমেন্টারি তৈরি করছে না কেন?’ এরমধ্যে বিবিসির ওয়েবসাইটে কাশ্মীরকে বাদ দিয়ে মানচিত্র প্রকাশ বিতর্কে নতুন মাত্রা যোগ করল।