Saturday, April 20, 2024
দেশ

উত্তরপ্রদেশে রামচরিতমানসের প্রতিলিপি পোড়ানোর অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের বৃন্দাবন এলাকায় ‘রামচরিতমানস’-এর প্রতিলিপি (ফটোকপি) পোড়ানোর অভিযোগ উঠল। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা সতনাম সিংহ লাভির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, রামচরিতমানসে মহিলা ও দলিতদের নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। তাই ফটোকপি পুড়িয়ে ফেলার আহ্বান জানান তিনি।

অখিল ভারত হিন্দু মহাসভার নেতা সৌরভ শর্মা সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। এই মন্তব্যের জেরে স্বামী প্রসাদ মৌর্যের জিভ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এরমধ্যেই ‘রামচরিতমানস’-এর প্রতিলিপি পোড়ানোর ঘটনা ঘটলো।

বিজেপি নেতার অভিযোগ, অখিল ভারতীয় ওবিসি মহাসভার কর্মীরাই প্রতিলিপি পুড়িয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৪২, ১৪৩, ১৫৩এ, ২৯৫, ২৯৫এ, ২৯৮, ৫০৪, ৫০৫(২) এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।