Saturday, May 4, 2024
রাজ্য​

২৫ হাজারেই বাংলাদেশি নাগরিক মহম্মদ মিল্টনের হাতে ভারতের আধার কার্ড; ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট সহ পাকড়াও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন মহম্মদ মিল্টন। বাংলাদেশের খুলনার বাসিন্দা সে। কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে ভারতীয় আধার কার্ড সহ তাকে আটক করে ইমিগ্রেশন অফিসাররা।

শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরছিলেন মহম্মদ মিল্টন। তাকে দেখে কর্তব্যরত শুল্ক দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় জাল আধার কার্ড। 

জেরায় মুখে ওই বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, এক ভারতীয় দালাল ২৫,০০০ টাকার বিনিময়ে তার আধার কার্ড করে দিয়েছেন। আধার কার্ডে তার ঠিকানা দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত।

মহম্মদ মিল্টন আরও জানান, ‘তিনি ভ্রমণপিপাসু মানুষ। ভ্রমণের উদ্দেশ্যে মাস দুয়েক আগে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন তিনি। ফালাকাটায় তার আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানেও যান তিনি।’

উল্লেখ্য, অতীতেও একাধিকবার অভিযোগ উঠেছে যে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে টাকা দিয়ে জাল কাগজপত্র তৈরি করছেন। এরপর স্থায়ীভাবে ভারতে বসবাস করছেন।