Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ইসরায়েলের পাল্টা হামলায় নিহত অন্তত ২৩২ ফিলিস্তিনি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় ২৩২ জন নিহত ও ১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। 

এদিকে, হামাসের আক্রমণে অন্তত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি ইসরায়েলি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলের হামলায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। যার ফলে সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সীমান্ত-সংলগ্ন ২২টি এলাকায় জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলি সেনা।

এই পরিস্থিতিতে ইসরাইলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করে রবিবার সমস্ত স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

শনিবার সকালে গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।