Friday, May 3, 2024
রাজ্য​

মমতার ‘দিদিকে বলো’, ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন অমর্ত্য সেন

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রশংসা করল অমর্ত্য সেন পরিচালিত প্রতীচি ট্রাস্ট। গর্ভন্যান্স অ্যাজ অ্যাকশন ওরিয়েন্টেড নামে একটি সমীক্ষায় তাঁরা দাবি করেছে, ‘দুয়ারে সরকার’ ও ‘দিদিকে বলো’ প্রকল্প রাজ্যের মানুষের ৯৫ শতাংশ অভিযোগের নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে।

প্রতীচি ট্রাস্টের রিপোর্টে বলা হয়েছে, ‘‌দিদিকে বলো’‌ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ তাঁদের অভিযোগ রাজ্য সরকারকে জানানোর সুযোগ পেয়েছেন। যা অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৯৫ শতাংশের সমাধান হয়েছে। প্রায় ১০ লাখেরও বেশি অভিযোগের সমাধান করা হয়েছে।

প্রতীচির রিপোর্টে বলা হয়েছে, ‘‌দুয়ারে সরকার’‌ প্রকল্পের মাধ্যমেও রাজ্যের প্রায় পৌনে তিন কোটি মানুষ উপকৃত হয়েছেন। একাধিক প্রকল্পের সুবিধা মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্য মমতা সরকারের ভূয়সী প্রশংসা করা হয় রিপোর্টে।

রিপোর্টে বলা হয়েছে, ৪৫ শতাংশ মহিলা এইসব সরকারি প্রকল্পের মাধ্যমে তাঁদের অভাব সরকারকে অভিযোগ জানাতে পেরেছেন। কন্যাশ্রী, রূপশ্রী ও বিধবা ভাতার মতো প্রকল্প রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কেবলমাত্র একটি ফোনকলেই রাজ্যের মানুষের সমস্যা দূর করতে ২০১৯ সালের ২৯ জুলাই ‘দিদিকে বলো’ প্রকল্পের সূচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কেউ কোন সমস্যায় পড়লে সরাসরি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানাবে পেরেছেন।

উল্লেখ্য, একের পর এক জনপ্রিয় সব প্রকল্প নিয়ে হাজির হচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি শিক্ষক-শিক্ষিকাদের নিজ জেলায় বদলির সুবিধার্থে ‘উৎসশ্রী’ প্রকল্প চালু করেছে মমতা সরকার। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নামে আরেকটি প্রকল্পের সূচনা করতে চলেছে তৃণমূল সরকার। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছরের মহিলারা যারা সরকারি বা বেসরকারি স্থায়ী চাকরির সঙ্গে যুক্ত নন ও যারা পেনশনভোগী নন, তাঁরা সুবিধা পাবেন।