Saturday, May 4, 2024
রাজ্য​

৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন, অমর্ত্য সেনের মুখে নীতিকথা মানায় না, লাভ জিহাদ ইস্যুতে তোপ দিলীপের

কলকাতা: এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সরাসরি আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শান্তিনিকেতনে জমি বিতর্ক থেকে লাভ জিহাদ একাধিক ইস্যুতে তোপ দাগেন দিলীপবাবু। তিনি বলেন, যিনি দেশের মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ান না, তাঁর মুখে নীতিকথা মানায় না।

অমর্ত্য সেনকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, উনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে ধর্মান্তকরণ আইন পাশ করা হচ্ছে, যা অসাংবিধানিক। কেননা মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিৎ নয়। জীবন যাপনের অধিকার মানুষের মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। কিন্তু ধর্মান্তকরণ আইনের ফলে মানবাধিকার লঙ্খিত হচ্ছে। সংবিধানে বলা আছে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। বিজেপি যেটা করছে সেটা খুবই চিন্তার বিষয়।

অমর্ত্য সেন বলেছেন, ভালোবাসায় জিহাদ থাকতে পারে না। দিলীপ ঘোষ আক্রমণ করে বলেন, যে নিজেই তিনবার তিন ধর্মে বিয়ে করেছে, সে লাভ জিহাদ নিয়ে মন্তব্য করছে। যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, যিনি দেশের মানুষের কষ্টে তাঁদের পাশে দাঁড়ান না, আমফানে দুর্গতদের পাশে দাঁড়ান না, অতিমারি পরিস্থিতিতে দেখা যায় না, সেই ব্যক্তির কাছ থেকে নীতিকথা শুনতে চাই না। ওনার কথা যেই শুনেছে, সেই ডুবেছে। আমরা ডুবতে রাজি না।

উল্লেখ্য, শান্তিনিকেতনে জমি বিতর্ক ইস্যুতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সব জমি, বাড়ি কি ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) সম্পত্তি নাকি? উনি বিশ্ববিদ্যালয়ে মাফিয়া-রাজ না থামিয়ে উল্টে মাফিয়াদেরই সমর্থন করছেন।

কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, কে জানে, কে কার পাশে দাঁড়িয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, দু’জনেই একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন। তবে এটা বেশি দিন চলবে না। মানুষ ওদের পাশ থেকে সরে গিয়েছে। তাই এটাকে ইস্যু করে বাঁচার চেষ্টা করছে। তবে এসবে কাজ হবে না। বাংলার মানুষকে জবাব দিতে হবে।