Wednesday, May 8, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পাঠিয়ে দিল বাংলাদেশ সরকার

ঢাকা: মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় প্রায় ১৮০০ রোহিঙ্গা শরাণার্থীকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে বঙ্গপোসাগরের মাঝে বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পাঠিয়ে দেওয়া হল। সোমবারে ২১ টা বাসে করে তাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার সকালে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর ৭টি জাহাজ।

এর আগে গত ৪ ডিসেম্বর ১,৬৪৫ জন রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জ-সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে। তবে সেই আপত্তিকে আমল না দিয়েই রোহিঙ্গাদের বিচ্ছিন্ন ভাসানচর পাঠিয়েছেভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছ্বায় স্থানান্তর করতে হবে। কিন্তু এটা মানা হচ্ছে কিনা-তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। অভিযোগ, রোহিঙ্গারা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। যা দেশের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করছে। তাই তাদের ভাসানচরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

যদিও কর্মকর্তারা বলেছেন, যেসব রোহিঙ্গা শরনার্থীরা স্বেচ্ছ্বায় ভাসানচরে যেতে রাজি হয়েছেন, তাদেরকেই শুধু নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশ সরকার এক লাখের মতো রোহিঙ্গা শরনার্থীকে ভাসানচরে পাঠাতে চাইছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত দেশ মায়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেন। অভিযোগ, মায়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে আসতে বাধ্য হন তারা। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খুন-ধর্ষণের অভিযোগও ওঠে। মায়ানমার সরকারের দাবি, এইসব রোহিঙ্গা মুসলিমদের কোনও নাগরিকত্ব ছিল না।