Tuesday, May 14, 2024
দেশ

গালওয়ানে চিনা সেনাকে যোগ্য জবাব দেওয়া ২১ ITBP জওয়ানকে পুরস্কৃত করল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: গত ১৫ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার দাঁত ভেঙে দিয়েছিলেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP)। প্রায় ২০ ঘণ্টা ধরে চিনা সেনার বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ভারতীয় সেনাদের সঙ্গে না পেরে শেষমেশ রণে ভঙ্গ দেয় চিনা সেনাবাহিনী।৭৪তম স্বাধীনতা দিবসের আগে লাদাখে চিনা সেনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করা সাহসী ২১ জন আইটিবিপি জওয়ানকে পুরস্কৃত করল স্বরাষ্ট্রমন্ত্রক।

গালওয়ান সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় সেনা জওয়ান। চিনের তরফে হতাহতের কথা ঘোষণা করা হয়নি। তবে জানা যায়, চিনের অন্তত ৪০ জন সেনা জওয়ান আহত-নিহত হয়েছিল। ওই রাতে টানা প্রায় ২০ ঘণ্টা লাল ফৌজের বিরুদ্ধে লড়াই চালিয়েছিল ভারতীয় সেনারা। চিনা হানাদারদের প্রবেশ রুখে দিয়েছিল তাঁরা। তারই পুরস্কার স্বরূপ এই সম্মান দেওয়া হল এই ২১ জওয়ানকে।

পাশাপাশি, ৩১৮ জন আইটিবিপি এবং ৪০ অন্যান্য সশস্ত্র পুলিশবলের নাম স্পেশাল অপারেশন ডিউটির জন্য পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের নানা প্রান্তে এই সমস্ত জওয়ানদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁদের সম্মান জানল স্বরাষ্ট্রমন্ত্রক।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে লড়াইয়ের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে আইটিবিপি জওয়ানদের। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সুরক্ষায় মোতায়েন রয়েছে প্রায় ৯০ হাজার আইটিবিপি জওয়ান। লাদাখের কারাকোরাম গিরিপথ থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জাচেপ লা পর্যন্ত সীমান্তের নজরদারির দায়িত্বে রয়েছে তাঁরা। পাহাড়ি অঞ্চলে লড়াই ও পাল্টা হামলায় অভিজ্ঞ আইটিবিপি জওয়ানরা। তাই পাথর ও রড নিয়ে অতর্কিতে হামলা চালালেও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি চিনা সেনারা।