Monday, November 17, 2025
দেশ

আগ্রাসনের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা, নাম না করে চিনকে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, দেশে-বিদেশে বসবাসকারী ভারতের সমস্ত মানুষকে অনেক-অনেক অভিনন্দন এবং অগণিত শুভেচ্ছা। ১৫ই আগস্ট আমরা সবাই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের সমারোহে অংশগ্রহন করে এবং দেশভক্তিপূর্ণ গান শুনে উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠি।

রাষ্ট্রপতি বলেন, আমাদের যুব অংশের জন্য এই স্বাধীনতার গৌরবময় অধ্যায়কে উপলব্ধি করার দিন এটা। এই উপলক্ষে আমরা আমাদের স্বাধীনতা যোদ্ধাদের বলিদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে থাকি। তাঁদের বলিদানের শক্তিতেই আমরা সবাই আজ এক স্বাধীন দেশের বাসিন্দা।

আমাদের স্বাধীনতা সংগ্রামের আদর্শের ভিত্তিভূমিতেই আধুনিক ভারতের নির্মান কাজ চলছে। আমাদের দূরদর্শী দেশ নায়কেরা নিজেদের বিভিন্ন ভাবনা-চিন্তাকে জাতীয়তাবাদের এক সুতোয় গেঁথে নিয়েছিলেন। তাঁদের সমবেত প্রতিজ্ঞা ছিল দেশকে দমন-পীড়ন চালানো বিদেশী শাসকদের কবল থেকে মুক্ত করানো এবং ভারত মায়ের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। তাঁরা নিজেদের কার্যকলাপের মাধ্যমেই আধুনিক দেশ হিসেবে ভারতের পরিচিতির বিষয়টি মূর্ত রূপ পেয়েছিল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, পড়শিরা এই কঠিন সময় বিপথে গিয়েছে সাম্রাজ্যবাদী শক্তির নিদর্শন দেখিয়ে। গালওয়ানে ভারতের বীর সন্তানদের আত্মবলিদান দেখিয়েছে দেশ যেমন শান্তিতে বিশ্বাস করে, কিন্তু যে কোনও আগ্রাসনের যোগ্য জবাব দিতেও তাঁরা প্রস্তুত।