Sunday, May 19, 2024
দেশ

করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ

লখনউ: এবার করোনা আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বেশ কিছুদিন ধরে শরীরে একাধিক উপসর্গ দেখা দেওয়ায় কোভিড পরীক্ষা করেন তিনি। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন যোগী আদিত্যনাথ।

পাশাপাশি, করোনার রিপোর্ট পজিটিভ এসেছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেরও ৷ টুইট করে যোগী আদিত্যনাথ বলেন, উৎসর্গ দেখা দেওয়ার কোভিড পরীক্ষা করি। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি বাড়িতে সেলফ আইসোলেশনে আছি। গত কয়েকদিন আমার সংস্পর্শে আসা প্রত্যেকেই পরীক্ষা করিয়ে নিন। কয়েক দিন আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি।

যোগী আদিত্যনাথ টুইটে আরও বলেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সমস্ত কাজ করছি রাজ্য সরকারের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী। তাঁকে ভারত বায়োটেকের কোভাক্সিন দেওয়া হয়েছিল।