Monday, November 17, 2025
রাজ্য​

রাত পোহালেই চতুর্থ দফার ভোট, মোতায়েন থাকছে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: সিআরপিএফ ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ মমতার। যা নিয়ে তরজা অব্যাহত। নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে মমতাকে। সেসবের মধ্যেই শুরু হচ্ছে চতুর্থ দফার ভোট শনিবার। চার জেলায় ভোট হবে ৪১টি আসনে। মোতায়েন থাকছে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আলিপুরদুয়ারে মোতায়েন থাকছে ৯৯ কোম্পানি। বারুইপুরে ৪৫ কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৪ কোম্পানি‌। কোচবিহারে ১৮৮ কোম্পানি। ডায়মন্ড হারবারে ৩৯ কোম্পানি। হুগলি গ্রামীণ অঞ্চলে থাকবে ৯১ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেটে থাকবে ১০৩ কোম্পানি। হাওড়া গ্রামীণে মোতায়েন থাকছে ৩৭ কোম্পানি আধাসেনা। জলপাইগুড়িতে ৬ কোম্পানি। কলকাতা পুলিশ কমিশনারেট ১০১ কোম্পানি।

আগের দফাগুলির মতো যে এলাকায় একটি বুথ সেখানে ৪ জন জওয়ান থাকবেন। আর যেখানে দুই থেকে চারটি বুথ রয়েছে সেখানে থাকবেন ৮ জন জওয়ান। পাঁচ থেকে ৮টি বুথ রয়েছে এমন ভোটকেন্দ্রে থাকবেন ১২ জন জওয়ান।

তৃতীয় দফায় আরামবাগে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাই চতুর্থ দফায় গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দু’দিন আগে থেকেই চলছে নাকাতল্লাশি। কলকাতা লাগোয়া এলাকাগুলিতে বাহিনীর ৯৪টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে। রাস্তায় টহল দেবে অন্তত ৭৫টি আরটি ভ্যান। ১২০টির বেশি সেক্টর মোবাইলও থাকবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।