Friday, May 10, 2024
রাজ্য​

শুভেন্দু কখনও আমার বিশ্বস্ত ছিল না: মমতা

কলকাতা: তৃণমূলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে তাঁর যোগদানের ফলে বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগের হিড়িক পড়ে। একের পর এক নেতাকে বিজেপিতে টেনে নিয়েছেন তিনি। এবার একদা প্রাক্তন সৈনিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার তৃণমূলনেত্রী বলেন, ও কখনই আমার বিশ্বস্ত ছিল না। নন্দীগ্রামে বৈঠক করতে গিয়েছি, মঞ্চ থেকে নেমে গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামে বাপ–ব্যাটাকে কনফিডেন্সে নিয়ে সূর্যোদয় করেছিলেন। পরে আমি বিশদে সব জানতে পেরেছি। দরকার হলে লক্ষ্মণ শেঠকে জিজ্ঞেস করুন। দলে ছিল। তাই সহ্য করেছি।

উল্লেখ্য, নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের টিকিটে শুভেন্দু ২০০৯ এবং ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর ২০১৬ সালে বিধায়ক হয়ে মমতার মন্ত্রিসভায় পরিবহনমন্ত্রী হয়েছিলেন। একদা তৃণমূলের যুব সভাপতিও হয়েছিলেন তিনি।

এদিকে, নন্দীগ্রামে প্রার্থী হওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবেগতাড়িত হয়েই নন্দীগ্রামে প্রার্থী হয়েছি। নন্দীগ্রামে কে জিতবে, সেটা মানুষ ঠিক করবে। মানুষ যে ফল দেবে, হবে। মানুষের উপর আমার বিশ্বাস রয়েছে।