ফৈজ়াবাদ আজ থেকে অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর
লখনউ: উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের খুব কাছে অবস্থিত ফৈজ়াবাদের নাম বদলে অযোধ্যা করে দেওয়া হল। মঙ্গলবার রামকথা পার্কে দীপাবলির এক অনুষ্ঠানে এসে একথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং সুক। ভারতীয় শাড়িতে সকলকে চমকে দেন দক্ষিণ কোরিয়ার ফাস্ট লেডি। তাঁর সামনেই জেলার নাম বদলে অযোধ্যা ঘোষণা করে দেন আদিত্যনাথ।
এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভারতীয় সংষ্কৃতিতে অতিথিদের ভগবানরূপে তুলনা করা হয়। এটাই আমাদের সংষ্কার। অযোধ্যা আমাদের সম্মান ও ঐতিহ্যের প্রতীক। ভগবান শ্রী রামের সঙ্গে জড়িত এই শহর। আজ থেকে এই জনপদের নাম হবে অযোধ্যা।
Ayodhya hamari aan baan shaan ka prateek hai, Ayodhya ki pehchan Bhagwan Ram se hai. Aaj se is janpad(Faizabad) ka naam bhi Ayodhya hoga: UP CM Yogi Adityanath #Diwali pic.twitter.com/PNTSOHvM2v
— ANI UP (@ANINewsUP) 6 November 2018
South Korean first lady Kim-Jung Sook arrives at Queen Hau Park in Ayodhya #Diwali pic.twitter.com/MvelaHJian
— ANI UP (@ANINewsUP) 6 November 2018
দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং সুকও ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্প্রীতির ইতিহাস অনেক পুরনো। দীপাবলিতে অযোধ্যা আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। অযোধ্যার রানি সুরী রত্ন কোরিয়া গিয়ে সেখানকার রাজাকে বিয়ে করেন। সেখান থেকেই দুই দেশের সম্পর্কের শুরু বলেও জানান সুক।