Sunday, May 5, 2024
খেলা

কোহলিকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ জানাল এআইজিএফ

নয়াদিল্লি: ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাল অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন(AIGF)। এই মর্মে ফেডারেশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে। সোমবার ৩১ বছরে পদার্পণ করলেন বিরাট কোহলি। জন্মদিনে বিরাটকে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কোহলিকে ভারতরত্ন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে অভিনব ভাবে জন্মদিনের উপহার দিল অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন। উল্লেখ্য, এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতরত্ন পেয়েছেন সচিন টেন্ডুলকার।

এই মুহূর্তে বিশ্ব জুড়ে কোহলির জনপ্রিয়তা তুঙ্গে। বিরাটকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখা হয়েছে, ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। গত কয়েক বছরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিরাট কোহলি কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এমনকি ক্রীড়াক্ষেত্রে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করতেও কোহলির অবদান অনস্বীকার্য। ভারতরত্ন দেওয়ার মাধ্যমে বিরাটের এই কৃতিত্বকে স্বীকৃতি জানানো হোক। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করলে তা কোহলির প্রতিভা, মেধা ও কঠোর পরিশ্রমকেই সম্মান জানানো হবে।

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি রয়েছে সচিনের। কোহলি এখনও পর্যন্ত খেলেছেন ৭৩ টেস্ট রান করেছেন ১০২৩২ এবং ২১৬ ওয়ানডে রান করেছেন ৬৩৩১। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ২৪ ও ৩৮। মোট সেঞ্চুরির সংখ্যা ৬২। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ সেঞ্চুরিতে কোহালিই দ্রুততম।