Thursday, September 19, 2024
দেশ

দশরথের নামে মেডিক্যাল কলেজ, রামের নামে হবে বিমানবন্দর, ঘোষণা যোগীর

লখনউ: দীপাবলির মধ্যে বড় ঘোষণা যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এদিন যোগী আদিত্যনাথ বলেন, কিছু দিনের মধ্যেই অযোধ্যায় তৈরি হবে একটি মেডিক্যাল কলেজ। রাজা দশরথের নামে এটির নামকরণ করা হবে। আর একটি বিমানবন্দর তৈরি হবে ভগবান রাম চন্দ্রের নামে।

পাশাপাশি এদিন ফৈজাবাদ জেলার নাম বদলে নতুন নামকরণ হল অযোধ্যা। ফৈজাবাদের নতুন নামকরণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে ফৈজাবাদের নাম হল অযোধ্যা। যারা এর বিরোধিতা করছেন, তাঁদের নাম রাবণ বা দুর্যোধন হল না কেন? কী কারণে তাঁদের বাবা-মা সন্তানদের রাবণ অথবা দুর্যোধন নাম দিলেন না? এই দেশে নাম মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাভাবিক ভাবেই যোগী আদিত্যনাথের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কট্টর হিন্দুবাদীরা। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার দুই যমজ শহর অযোধ্যা ও ফৈজাবাদ। রামচন্দ্রের জন্মস্থান হিসেবে হিন্দুদের কাছে অযোধ্যা অতি পবিত্র শহর হিসেবে গণ্য করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি এলাহাবাদের নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ। তার আগে ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনের নামও পরিবর্তন করে আরএসএস নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে নামকরণ করে উত্তরপ্রদেশ সরকার।