গ্যাংস্টার আতিক আহমেদের দখলকৃত জমিতে গরিবদের জন্য ফ্ল্যাট বানিয়ে দিল যোগী সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের দখলকৃত জমিতে গরিবদের জন্য ফ্ল্যাট বানিয়ে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। এনকাউন্টারে নিহত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের জমি বাজেয়াপ্ত করেছিল যোগী সরকার। সেই জমিতে তৈরি ৭৬টি ফ্ল্যাটের চাবি গরিবদের হাতে তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
গরিবদের জন্য তৈরি হওয়া প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪১ বর্গমিটার। দু’টি রুম, রান্নাঘর, শৌচাগার রয়েছে। ফ্ল্যাটের চাবি হস্তান্তরের পরে যোগী আদিত্যনাথ বলেন, ”এটাই সেই রাজ্য যেখানে ২০১৭ সালের আগে মাফিয়ারা গরিব কিংবা ব্যবসায়ী এমনকি সরকারি জমিও হাতিয়ে নিতো। সেই সময় গরিব মানুষরা অসহায়ের মতো মুখ বুজে সহ্য করতো। আজ গ্যাংস্টারদের দখলকৃত জমিতে আমরা দরিদ্র মানুষদের জন্য ফ্ল্যাট বানাচ্ছি। এটা বিরাট সাফল্য।”
ফ্ল্যাটগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহুরে) অধীনে নির্মিত হয়েছিল এবং এই মাসের শুরুতে একটি লটারির মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী এবং তার ডেপুটি কেশব মৌর্য ফ্ল্যাটগুলি পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গেও কথা বলেন।
ফ্ল্যাটের জন্য ৬০০০ জনেরও বেশি লোক প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল এবং ১৫৯০ জন লোক বরাদ্দ লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়।