Thursday, September 19, 2024
দেশ

মণিপুর অশান্তিতে বড় বহিরাগত শক্তির হাত রয়েছে: মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকমাস ধরে উত্তপ্ত মণিপুর। গত ২ মে থেকে শুরু হওয়া অশান্তিতে সরকারি হিসেব অনুযায়ী ১৫০ জন মারা গিয়েছেন, নিখোঁজ বহু। ঘরছাড়া রাজ্যের ২০ হাজার মানুষ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে।

কংগ্রেস সহ বিরোধী মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। শুক্রবার ইস্তফাপত্র লিখেও শেষ অবধি মতবদল করেন মুখ্যমন্ত্রী। পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেন তিনি।

এদিকে, এই হিংসার পিছনে বড় বহিরাগত শক্তির হাত দেখছেন বীরেন সিং। রাজ্যের মানুষ নয়, বহিরাগত শক্তির মদতেই মণিপুরে এত বড় হিংসা দাবি করেছেন তিনি। মণিপুর অশান্তিতে বহিরাগত শক্তি ও রাজনৈতিক অপশক্তির হাত আছে বলেই বিজেপির অফিসে হামলা হচ্ছে বলে তিনি জানান। তাঁর দাবি, রাজনৈতিক অপশক্তির হাত আছে বলেই বেছে বেছে বিজেপি অফিসেই হামলা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি অফিসে সাধারণ মানুষ হামলা করেননি। তিনি বলেন, যারা এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাদের ভগবান ক্ষমা করবেন না। মানুষের জীবন নিয়ে কারও রাজনীতি করা উচিত নয়।