Thursday, September 19, 2024
বলিউড

আদিপুরুষ সিনেমা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, নির্মাতাদের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ হাইকোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিপুরুষ সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। এবার বিতর্কের জল গড়ালো আদালতে। আদিপুরুষ নিয়ে ক্ষুব্ধ এলাহাবাদ আদালত। হাইকোর্টের সরাসরি মন্তব্য, ভগবান রামচন্দ্রের মত ধর্মীয় আইকনকে লজ্জাজনকভাবে উপস্থাপন করে আদিপুরুষ সিনেমা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

এলাহাবাদ হাইকোর্ট আদিপুরুষ সিনেমার পরিচালক-লেখক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতারসিরকে সশরীরে আদালতে তলব করেছে।

দেশজুড়ে তুমুল প্রতিবাদের পর আদিপুরুষের বেশ কিছু সংলাপের পরিবর্তন করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে।

এদিকে, বিতর্কের মধ্যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আদিপুরুষ। শুক্রবার আদিপুরুষ হিন্দিতে মাত্র ৮৮ লাখ টাকার ব্যবসা করেছে। দর্শকের অভাবে শো বাতিল করা হচ্ছে। সাড়ে ৫০০ কোটি টাকায় নির্মিত আদিপুরুষ ২০০ কোটি টাকার লোকসান গুনতে চলেছে বলে অনেকের মত।