Sunday, May 19, 2024
রাজ্য​

মমতা চণ্ডীপাঠ করছে, এটাই নতুন ভারত: যোগী আদিত্যনাথ

পুরুলিয়া: মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরের সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, মমতা চণ্ডীপাঠ করছে, এটাই নতুন ভারত। বিজেপিই এই পরিবর্তন এনেছে। রাহুল গান্ধীও নির্বাচনের সময় মন্দিরে যাচ্ছেন। একবার তো মন্দির গিয়ে নামাজ পড়ার মতো বসেছিলেন রাহুল। পুজারী বলেন, এটা মন্দির। ঠিক করে বসুন।

পাশাপাশি, রাজনৈতিক হিংসায় নিহত হওয়া তিন বিজেপি কর্মী- হরিরাম মাহাতো, কামিনী টুডু এবং মোনিকা কোঙারের কথাও স্মরণ করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, তৃণমূলের গুণ্ডাবাহিনী আইন মানে না। কথা দিচ্ছি, আমাদের কর্মীদের রক্ত ব্যর্থ হবে না। এই শহিদদের কথা আমরা ভুলব না। তাঁদের পরিবারকে আমরা ন্যায়বিচার পাইয়ে দেবই। আসন্ন বিধানসভা ভোটে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে তৃণমূলের গুণ্ডাদের খুঁজে বের করে শাস্তি দেব।

বাংলায় বিজেপি সরকার গঠন করছে দাবি করে যোগী আদিত্যনাথ বলেন, দু’মাস পরেই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি সরকার। আমি তার আভাস পাচ্ছি। তৃণমূলের অরাজকতার দিন শেষ। বাংলাকে শেষ করে দিয়েছে তৃণমূল। তবে আর না। মমতার সরকারকে বাংলার জনগণ উৎখাত করেই ছাড়বে।

এরপরেই হিন্দুত্ববাদ প্রসঙ্গ যোগী আদিত্যনাথ বলেন, আগে একটা প্রজন্ম মনে করত মন্দিরে গেলে সেকুলারিজ নষ্ট হয়ে যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্দিরে গিয়ে চন্ডীপাঠ করছেন। এটাই পরিবর্তন। এটাই নতুন ভারত। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাহুল গান্ধীও এখন নির্বাচনের সময় মন্দিরে যাচ্ছেন। এটাই আমাদের কৃতিত্ব।