তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়
কলকাতা: তৃণমূল থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। তৃণমূলের দু’বারের বিধায়ক তিনি। তৃণমূলের টিকিটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কেন্দ্র থেকে ২ বার বিধায়ক হন তিনি। সোমবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
পদত্যাগ পত্রে দেবশ্রী লিখেছেন, তৃণমূল আমাকে ব্যবহার করেছে। কিন্তু কখনই উপযুক্ত মর্যাদা দেয়নি তাঁকে। রাজনীতি ছেড়ে এবার অভিনয়ে ফিরতে চান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কেন্দ্র থেকে বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়েছিলেন দেবশ্রী। ২০১৬ সালেও কান্তিবাবুকে হারিয়েছিলেন দেবশ্রী।
শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগদানের উদ্দেশ্যে দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে হাজির হয়েছিলেন দেবশ্রীও। তবে দেবশ্রীকে দেখে বিজেপিতে যোগদান করতে দেখে বেঁকে বসেন শোভন–বৈশাখী। পরে দেবশ্রীকে বিজেপিতে নেওয়া হবে না এই শর্তে গেরুয়া শিবিরে যোগদান করেন শোভন–বৈশাখী।
রবিবারই বিজেপি ত্যাগের কথা জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনবাবুর আপত্তিতেই এতদিন বিজেপিতে যোগদান করা হয়নি দেবশ্রীর। শোভনবাবুর দলত্যাগের পরদিনই তৃণমূল থেকে ইস্তফা দিলেন দেবশ্রী। তাহলে এবার কি বিজেপিতে দেবশ্রী?

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

