Tuesday, May 7, 2024
রাজ্য​

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা: রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। গত কয়েকদিন ধরে তাঁর সদস্যপদ বাতিলের দাবি জানাচ্ছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে তারকেশ্বর থেকে বিধানসভা ভোটে লড়ছেন তিনি। তাঁর নাম ঘোষণা হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও স্বপন দাশগুপ্তের পদত্যাগের দাবি জানান। অভিযোগ করেন, সংবিধানের নিয়ম ভেঙে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। তাই বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি জানান তিনি।

সোমবারই টুইট করে তৃণমূল সাংসদ দাবি করেন, মনোনীত কোনও সাংসদ শপথ গ্রহণের ৬ মাস পেরিয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না। স্বপন দাশগুপ্ত রাজ্যসভায় (Rajya Sabha) মনোনীত সাংসদ ছিলেন। সোমবার রাত পর্যন্ত মনোনীত সাংসদদের তালিকাতেও নাম ছিল তাঁর। টুইটে সেই ছবিও পোস্ট করেন মহুয়া।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। ২০১৬ সালের এপ্রিল রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন তিনি। সাংসদের পদের মেয়াদ ছিল ২০২২ সালের এপ্রিল অবধি। নিয়ম অনুযায়ী, রাজ্যসভায় মনোনীত সাংসদ শপথ গ্রহণের ৬ মাস পেরিয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না। তাই পদত্যাগ করলেন স্বপন দাশগুপ্ত।