Sunday, May 19, 2024
Latestদেশ

দিল্লিতে তৃতীয়বার ক্ষমতায় আপ, এই জয়কে ‘ভারত মাতার জয়’ বললেন কেজরিওয়াল

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ব্যাপক ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতা দখলের পথে আম আদমি পার্টি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ধন্যবাদ জানিয়ে বলেন, দিলওয়ালে, আপনাদের সকলকে আমার ভালোবাসা।

এই জয় নিজের ‘কাজ’রই ফলাফল বলে দাবি করেছেন তিনি। এই জয়কে ‘ভারত মাতার জয়’ বলেও সম্মোধন করেন তিনি। হনুমানজিকেও জয়ের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আজ মঙ্গলবার, হনুমানজির দিন। দিল্লিকে আশির্বাদ দিয়েছেন হনুমানজি। হনুমানজিকে ধন্যবাদ। প্রসঙ্গত. এর আগে প্রচারে গিয়ে হনুমান চালিশা পাঠ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।


আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেন, এই জয়ের আমার নয়। এটি দিল্লির জয়, সেই সমস্ত পরিবারের জয়, যারা আমায় তাঁদের সন্তান হিসেবে দেখেছে। যে পরিবারগুলি ২৪ ঘন্টা জল, বিদ্যুৎ এবং শিক্ষা পেয়েছে। দিল্লির মানুষ আমাদের নতুন ধারার রাজনীতি দিয়েছে, ‘কাজের রাজনীতি’।

দিল্লি বিধানসভা ভোটে জয় নিশ্চিত আপের, ৭০ আসনের মধ্যে ৬২টি আসনে এগিয়ে তাঁরা। বিজেপি ৮টি এবং কংগ্রেস এবারও একটাও আসন পাইনি। নীল ও সাদায় সেজে উঠেছে দিল্লিতে আপের সদর দফতর। সদর দফতরের সামনে সমর্থক ও কর্মীদের ভিড় লেগেছে। কারও হাতে পোস্টার, কেউ ফুল, কারও হাতে রয়েছে দলের প্রতীক ঝাঁটা, কেউ আবার নিজের সন্তানকে কেজরিওয়াল সাজিয়ে হাজির হয়েছেন অফিসের সামনে।