Thursday, June 19, 2025
Latestদেশ

জয়ের জন্য কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির (AAP) ব্যাপক জয়ের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নমো লিখেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন জানাই। আশা করি দিল্লিবাসীর প্রত্যাশা পূরণে তাঁরা উল্লেখযোগ্য কাজ করবেন।

আপ সুপ্রিমো কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিনন্দন জানিয়েছেন আপের পরামর্শদাতা ভোট-কৌশলী প্রশান্ত কিশোরও।


৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে ৬২টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অন্যদিকে, বিজেপি পেয়েছে ৮টি আসন। ২০১৫ নির্বাচনে আপ পেয়েছিল ৬৭টি আসন।

বিজেপি বিরোধীরা এই জয়কে বিভাজনের রাজনীতির পরাজয় বলে মন্তব্য করেছেন। তাঁদের দাবি, দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছে, তাঁরা বিভাজনের রাজনীতি চায় না। তাঁরা চায় শান্তির রাজনীতি, উন্নয়নের রাজনীতি।