Thursday, June 19, 2025
Latestদেশ

বিশ্বের প্রথম বুলেটপ্রুফ হেলমেট বানালেন ভারতীয় মেজর

নয়াদিল্লি: বিশ্বের প্রথম বুলেটপ্রুফ হেলমেট তৈরি করলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর অনুপ মিশ্র। এর আগে স্নাইপার বুলেট রুখতে বিশেষ জ্যাকেট তৈরি করেছিলেন তিনি। এবার সেই অনুপ মিশ্রই বুলেটপ্রুফ হেলমেট তৈরি করলেন। ভারতীয় সেনার এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, অভেদ্য প্রকল্পের আওতায় মেজর অনুপ মিশ্র ব্যালিস্টিক হেলমেট তৈরি করেছেন।

ভারতীয় সেনার গায়ে থাকা সাবেকি বুলেটপ্রুফ জ্যাকেট গুলি আটকাতে সক্ষম ছিল না, বিষয়টি নজরে এসেছিল অনুপ মিশ্রের। এরপরই নতুন বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির কাজে হাত দেন তিনি। ২০১৬-১৭ সালে তাঁর তত্ত্বাবধানে পুণের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে ৫০ হাজার বুলেটপ্রুফ জ্যাকেট বানানো হয়েছিল। এরপর হেলমেট তৈরি করলেন তিনি।


মেজর অনুপ মিশ্র বলেন, AK-47 এর গুলি রুখে দিতে পারবে এই হেলমেট। এই হেলমেট মাথায় থাকলে যত আধুনিক আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হোক না কেন, মাথা সুরক্ষিতই থাকবে জওয়ানদের। ১০ মিটার দূর থেকে AK-47 এর গুলি রুখতে পারবে এই বুলেটপ্রুফ হেলমেট। বিশ্বে প্রথম এমন আধুনিক প্রযুক্তির হেলমেট বানালেন তিনি।

মেজর অনুপ মিশ্র জানিয়েছেন, একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নতমানের গানশট লোকেটর তৈরি করেছে তাঁরা। ৪০০ মিটার দূরে ঠিক কোথায় বুলেট রয়েছে তা দেখিয়ে দেবে এই লোকেটর। ফলে সহজেই সন্ত্রাসবাদীদের খতম করতে পারবে ভারতীয় সেনাবাহিনী।