Monday, May 20, 2024
Latestকলকাতা

মুসলিমদের কেন বাদ দেওয়া হবে, প্রশ্ন চন্দ্র কুমার বসুর

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথা নেতাজির নাতি চন্দ্র কুমার বসু। নাগরিকত্ব আইনে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি? টুইট করে তা জানতে চেয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি। তাঁর মতে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত।

মুসলিমদের অন্তর্ভুক্তির দাবিতে বেশ কয়েকটি টুইট করেছেন চন্দ্র কুমার বসু। টুইটে লেখেন, যদি ‘সিএএ’ কোনও ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয় তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি! মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা যায় না? আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি।


চন্দ্র কুমার বসুর যুক্তি, মুসলিমরা যদি নিজেদের দেশে অত্যাচারিত না হন, তাহলে তাঁরা ভারতে চলে আসতেন না। তাই তাঁদের অন্তর্ভুক্ত করায় কোনও ক্ষতি নেই। তা ছাড়া এই ধারনা সম্পূর্ণ সত্যিও নয়। কারণ, পাকিস্তান ও আফগানিস্তানের বালুচ আহমদিয়াদের কী অবস্থা? টুইটে তিনি আরও লিখেছেন, ‘অন্যকোনও দেশের সঙ্গে ভারতের তুলনা চলে না। এদেশ সব ধর্মের জন্য উন্মুক্ত।

সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিমরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।