Saturday, May 18, 2024
Latestআন্তর্জাতিক

আফগান সেনার ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে খতম ১০৯ জঙ্গি

কাবুল: দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই সন্ত্রাস দমনে বিশাল বড়সড় পদক্ষেপ নিলেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি। দেশটির রাজধানী কাবুলসহ ১৫টি ভিন্ন ভিন্ন ১৫টি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১০৯ জন জঙ্গিকে খতম করল আফগান সেনাবাহিনী। জখম হয়েছে আরও ৪৫ জন। এছাড়া, কমপক্ষে আরও পাঁচজন জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের ১৫ প্রদেশের ১৮টি অঞ্চলে অভিযান চালিয়ে ১০৯ জঙ্গিকে খতম করা হয়েছে। গুরুতর আহত ৪৫ জঙ্গি এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


যদিও মন্ত্রণালয়ের তরফে পরিষ্কার করে বলা হয়নি যে, এই সন্ত্রাসবাদীরা কোন সংগঠনের। তবে ধারণা করা হচ্ছে, এই অভিযানে তালিবান জঙ্গিরা খতম হয়েছে তেমনি ধ্বংস হয়েছে হাক্কানি নেটওয়ার্কের একটি জঙ্গি ঘাঁটিও।

এদিকে, আফগানিস্তানের বালখ প্রদেশের দৌলতাবাদ জেলার খিল্লিগুলিতে আফগান সেনা ও NDS-এর যৌথ ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে অন্তত ৭ জন সেনা নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও অন্তত ৬ জন।