Thursday, May 9, 2024
Latestদেশ

বিশ্ব অর্থনীতির অন্যতম ইঞ্জিন হল ভারত, গোটা বিশ্বের স্বার্থে মন্দা থেকে বেরিয়ে আসতে হবে: IMF

ওয়াশিংটন: বর্তমানে ধুঁকছে দেশের অর্থনীতি। তাই আর্থিক পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারত সরকারকে পরামর্শ দিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (‌IMF)‌। এই সংস্থার দাবি, ভারতের ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ করতে হবে ভারতকে।

আইএমএফ জানিয়েছে, বিশ্ব অর্থনীতির অন্যতম ইঞ্জিন হল ভারত। তাই গোটা বিশ্বের স্বার্থেই আর্থিক মন্দা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে।

আইএমএফের বার্ষিক রিভিউতে দাবি করা হয়েছে, একদিকে কমেছে ক্রয় ক্ষমতা-বিনিয়োগ, তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে কর সংগ্রহ। আর এই দুয়ের ভার বহন করতে না পেরেই মুখ থুবড়ে পড়েছে বিশ্বের সবচেয়ে দ্র‌ুত বাড়তে থাকা ভারতের অর্থনীতি।


আইএমএফ জানিয়েছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে ভারত এখন উদ্বেগজনক আর্থিক মন্দার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে এখনই ব্যবস্থা নিতেই হবে।

আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ ভারতের আর্থিক পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ছয় বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ভারতীয় অর্থনীতি। এক বছর আগেও বৃদ্ধি ৭.০% ছিল, সেখানে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৪.৫%-এ।