Sunday, May 19, 2024
রাজ্য​

আজ রাজ্যে ফিরছেন মমতা, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক অধরাই থেকে গেল

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধীদের একজোট করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে পাঁচদিনের দিল্লি সফরে যান তিনি। বৈঠক করেন বিজেপি বিরোধী একাধিক নেতা-নেত্রী, বিশিষ্টজনদের সাথে। আজ শুক্রবার পাঁচ দিনের সফরের শেষ দিন। আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মমতার সাথে দেখা করলেন না বর্ষীয়ান এনএসপি নেতা শরদ পাওয়ার।

উল্লেখ্য, শরদ পাওয়ারকে তৃণমূল সুপ্রিমো বিরোধী জোটের প্রধান ‘মুখ’ করতে চেয়েছিলেন বলে শোনা গিয়েছিল। সেইমতো ২১ জুলাই শহিদ দিবসে মমতার ভার্চুয়াল অনুষ্ঠানে সামিল হয়েছিলেন শরদ পাওয়ার। কিন্তু মমতার পাঁচদিনের সফরে দেখা করলেন না তিনি। শোনা গিয়েছিল, শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে হয়তো বাবার হয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, কিন্তু তিনিও মমতার সঙ্গে বৈঠকে বসলেন না।

প্রসঙ্গত, সম্প্রতি পাওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর গুঞ্জন তৈরি হয়েছে, শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই মমতার সঙ্গে তিনি দেখা করলেন না বলে মনে করা হচ্ছে। তা না হলে শরদবাবুও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। বিজেপি বিরোধী জোটে সামিল হতে চাইলে তিনি মমতার সাথে দেখা করতে পারতেন।