Monday, May 6, 2024
আন্তর্জাতিক

আফগান কমেডিয়ান নজর মহম্মদকে হত্যার দায় স্বীকার করলো তালিবান

কাবুল: পেশায় তিনি আফগানিস্তানের পুলিশ অফিসার। তবে নিয়মিত অনলাইনে মজার ভিডিও পোস্ট করায় মানুষজন তাঁকে চিনতো কমেডিয়ান হিসেবে। এক সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ থাকার পর মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর। একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায় কিছু বন্দুকধারী তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। মৃতদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের দাবি, খুন করা হয়েছে নজর মহম্মদকে (Nazar Mohammad)।

বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী তালিবান স্বীকার করল, তারাই ওই পুলিশকর্মী তথা কমেডিয়ান নজর মহম্মদকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশকর্মী নজর মহম্মদ দক্ষিণ কান্দাহারে ডিউটি করতেন। ২ সপ্তাহ আগে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন। তাঁকে বন্দুকধারী কিছু দুষ্কৃতী একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়।

গত সপ্তাহে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে ২ দুজনের মাঝখানে বসে আছেন নজর মহম্মদ। তাঁকে লাগাতার চড় মারতে আছেন দুষ্কৃতীরা। বৃহস্পতিবার তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, নজর মহম্মদ আদেও কমেডিয়ান ছিলেন না। তিনি আমাদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে লড়াই করেছেন। আমরা তাঁকে আটক করেছিলাম। কিন্তু তিনি পালাতে চেষ্টা করেন। তখন বন্দুকধারীরা তাঁকে গুলি করেন। তালিবান মুখপাত্র আরো বলেন, পুলিশ কর্মী হিসেবে নজর মহম্মদ অত্যন্ত সক্রিয় ছিলেন। অনেকের মৃত্যুর জন্য দায়ী তিনি।

ফজল মহম্মদের সহকর্মী তথা পুলিশ কমান্ডার সায়লাব বলেন, নজর মহম্মদকে কখনো যুদ্ধে পাঠানো হয়নি। তিনি চেক পয়েন্টে ডিউটি পালন করতেন। নানারকম কমিক করে কর্তব্যরত পুলিশকর্মীদের আনন্দ দিতেন।