Sunday, May 19, 2024
Latestরাজ্য​

কেন্দ্রের ডাকা NPR বৈঠকে হাজির কেরল-সহ সব রাজ্য, নেই শুধু পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি: শুক্রবার নয়াদিল্লিতে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর বৈঠকে দেশের সমস্ত রাজ্যে হাজির থাকলেও নেই শুধু পশ্চিমবঙ্গ। NPR নিয়ে এদিনের এই বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা।

বৈঠকে আসন্ন জনগণনা ও NPR নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে NPR বিরোধিতায় সুর মেলালেও বৈঠক বয়কট করেনি কেরলের বাম কেরল। বৈঠকে যোগ দেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবরা। নেই শুরু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগেই বলা হয়েছিল, এই বৈঠকে অংশগ্রহণ করব না।

জনগণনা নিয়ে কেন্দ্রের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল শাসিত রাজ্যগুলি। বিজেপি জানিয়েছে, জনগণনা বা NPR কোনওটাই নতুন কিছু নয়। স্বাধীনতার পর অষ্টম জনগণনা এটি।

উল্লেখ্য, ইউপিএ সরকারের আমলে ২০১১ সালে প্রথমবার NPR তৈরি করা হয়, এবার দ্বিতীয়বার হতে চলেছে NPR। ফলে নতুন কিছু করছে না বিজেপি। বিজেপির অভিযোগ, শুধুমাত্র রাজ্যে বিজেপি বিরোধিতার জিগির তুলতে NPR-এর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।