Monday, May 6, 2024
Latestদেশ

ভারতকে আরও শক্তিশালী করার দূরদর্শীতা মোদী- শাহের রয়েছে: রতন টাটা

গান্ধীনগর: মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা। তাঁর মতে, ভারতকে আরও শক্তিশালী করার দূরদর্শীতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষকে সরকারকে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি।

গান্ধীনগরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস্‌-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে রতন টাটা বলেন, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের অন্যান্য সদস্যদের ভারতকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দূরদৃষ্টি রয়েছে। আমাদের যা রয়েছে তা নিয়ে যে কোনও ব্যক্তির গর্ব হওয়া উচিত এবং এই দূরদর্শী সরকারকে সকলের সহায়তা করা উচিত।


দেশের যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশে ৩টি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ স্কিলস খুলছে কেন্দ্রীয় সরকার। আমদাবাদ, কানপুর ও মুম্বাইয়ে তৈরি হচ্ছে প্রতিষ্ঠানগুলি।

আমদাবাদ ও মুম্বাইয়ের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে টাটা এডুকেশনের সঙ্গে যৌথ উদ্যোগে। এই প্রতিষ্ঠানে যুবকদের কর্মমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা হবে। নবীন উদ্যোগপতিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থ বছরে বিজেপি ২৪১০.০৮ কোটি টাকা আর্থিক অনুদান পেয়েছে। এর মধ্যে টাটাদের প্রোগ্রেসিভ ট্রাস্ট বিজেপিকে ৩৫৬ কোটি টাকা অনুদান দিয়েছিল।