Saturday, June 21, 2025
Latestদেশ

১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি নির্ভয়ার ৪ ধর্ষকের

নয়াদিল্লি: ২২ জানুয়ারি নয়, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি কার্যকর করা হবে নির্ভয়া গণধর্ষণ-খুনে জড়িত ৪ দোষীর। শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নতুন করে এই মৃত্যু পরোয়ানা জারি করল।

এর আগে ২২ জানুয়ারি সকাল সাতটায় চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর মৃত্যু পরোয়ানা জারি করা হয়। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোয় ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল।


এদিকে, মৃত্যু পরোয়ানায় নির্ধারিত সময় অনুযায়ী চার দোষীর ফাঁসি কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাতজোড় করে অনুরোধ করেন নির্ভয়ার মা আশা দেবী। তাঁর আর্জি, একজন বাচ্চার মৃত্যুর সঙ্গে মজা করতে দেবেন না।

ফাঁসি কার্যকরের তারিখ পিছিয়ে যাওয়ায় নিজের হতাশা চেপে রাখেননি আশা দেবী। তিনি বলেন, অপরাধীরা যা চাইছে, সেটাই হচ্ছে। তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে। আমাদের দেশের এ কেমন বিচার ব্যবস্থা, যেখানে দোষীদের কথা শোনা হয়।