কেরলে দুর্গাপুজোর উদ্যোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে জুড়ে গিয়েছেন সিভি আনন্দ বোস। এর আগে বাংলা শেখা শুরু করেন তিনি। এবার কেরলে দুর্গাপুজো আয়োজন করার উদ্যোগ নিচ্ছেন তিনি।
রবিবার ওনাম উৎসবে কেরলে দুর্গাপুজো করার কথা জানান রাজ্যপাল। তার জন্য কেরল থেকে বিশেষ প্রতিনিধি দল আসবে বলে জানান তিনি। পাশাপাশি, কেরলে দুর্গাপুজো করতে কলকাতা থেকেও একটি দল যাবে বলে জানিয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, এ বছর রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বেই রাজভবনে সরস্বতী পুজোর হাতেখড়ি হয়। সরস্বতী পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।