Wednesday, October 9, 2024
দেশ

এটা হিন্দু রাষ্ট্র, একে ‘ইন্ডিয়া’ নয়, ভারত বলুন: মোহন ভাগবত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবত বললেন, এটা ‘হিন্দু রাষ্ট্র’। এখানকার বাসিন্দারা সকলেই হিন্দু। ‘ইন্ডিয়া’ নয়, এই দেশকে ভারত বলুন। তিনি আরও বলেন, ‘ভারতীয়রা হিন্দু। আর হিন্দুরা সকলেই ভারতীয়।’

সঙ্ঘ প্রধান বলেন, ‘হিন্দুস্থান মানে হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর এটাই ধ্রুব সত্য। আদর্শগতভাবে, সমস্ত ভারতীয় হিন্দু। হিন্দু মানেই ভারতীয়। যারা আজ ভারতে আছেন তারা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। তাদের সকলেরই পূর্বপুরুষ হিন্দু। তারা সকলেই এই হিন্দু ভূখণ্ডের বাসিন্দা। দুনিয়া জুড়ে হিন্দুত্বের কদর বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটি অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেননা তারা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তারা হিন্দুরাষ্ট্রের অন্তর্ভুক্ত।’